Friday, April 4, 2025

s vs es .. কখন কোনটা ?

 
s vs es .. কখন কোনটা ?

Noun এবং Verb এর সাথে s / es যোগ করার নিয়ম
Noun এর সাথে s / es যোগ করে Plural করা হয়
 
বেশিরভাগ শব্দের শেষে "s" যোগ করে Plural (বহুবচন অর্থাৎ একের অধিক) করা হয়।
Book Books
Car Cars
Bag Bags
Apple Apples
Pen Pens
Chair Chairs
 
কখন "es" যোগ করে Plural করা হয়?
যদি noun শব্দের শেষ অক্ষর s, sh, ch, x, z হয়, তবে "es" যোগ করে Plural করা হয়।
Bus Buses
Brush Brushes
Box Boxes
Quiz Quizzes
Glass Glasses
Match Matches
 
"y" দিয়ে শেষ হলে:
যদি noun শব্দের শেষে "y" থাকে এবং "y" এর পূর্বে vowel (a, e, i, o, u) থাকে, তাহলে শুধু "s" যোগ করে Plural করা হয়।
Toy Toys
Key Keys
Boy Boys
Ray Rays
 
যদি noun শব্দের শেষে "y" থাকে এবং "y" এর পূর্বে consonant থাকে, তাহলে "y" পরিবর্তন করে "ies" করা হয়।
Baby Babies
City Cities
Country Countries
Party Parties
 
 
Noun এর সাথে s / es যোগ করে Plural করা হয়,
কিন্তু আমরা he, she, it এর সাথে verb এর শেষে s / es যোগ করি, কারণ:
 he, she, it = singular subject (একবচন).
 ইংরেজি Present Simple Tense/ Present Indefinite এ নিয়ম হলো — Third Person singular subject থাকলে verb এর শেষে s বা es যোগ হওয়া।
 এই নিয়ম ইংরেজি ভাষার ঐতিহ্য এবং গঠন কাঠামোর অংশ।
 
Verb (Present Tense এবং সাবজেক্ট He/She/It)
 
বেশিরভাগ verb এর শেষে "s" যোগ করে Present Simple করা হয়।
I eat He eats,
I play She plays,
I read He reads
I cook She cooks,
 I study He studies,
I jump He jumps
 
কখন "es" যোগ করে Verb পরিবর্তন করা হয়?
যদি verb শব্দের শেষ অক্ষর s, sh, ch, x, z হয়, তবে "es" যোগ করে Present Simple করা হয়।
I pass He passes,
I wash She washes,
I fix He fixes
I quiz She quizzes,
I watch She watches
 
"y" দিয়ে শেষ হলে:
যদি verb এর শেষে "y" থাকে এবং "y" এর পূর্বে vowel (a, e, i, o, u) থাকে, তাহলে শুধু "s" যোগ করা হয়।
I play He plays,
 I say She says,
I enjoy He enjoys
 
যদি verb এর শেষে "y" থাকে এবং "y" এর পূর্বে consonant থাকে, তাহলে "y" পরিবর্তন করে "ies" করা হয়।
I carry He carries,
I study She studies,
I hurry He hurries
I cry She cries,
 I try He tries
 
"it" এর সাথে:
I play It plays,
I say It says,
I go It goes
I wash It washes,
 I fix It fixes,

path abdur rahman prince
path abdur rahman prince


Popular

Recent

Comments